চাঁদপুরের কচুয়া উপঝেলায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে নৌকা মার্কায় ৪জন, স্বতন্ত্র ৭জন ও একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এতে ১২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সহিংসতা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণ হয়।
বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নং সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া ) পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া),পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলা ইউনিয়নে নুরে-ই-রিহাত (আনারস), কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা), গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন (নৌকা), আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।
কচুয়া উপজেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন তেমন কোন সহিংসতা হয়নি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com