চাঁদপুরের কচুয়ায় আসন্ন পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া থানার এসআই মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।
প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গাজী আব্দুল আহাদ, মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ইমাম হোসেন সোহাগ, আনারস প্রতীকেন প্রার্থী মাসুদুর রহমান বাবুল, ঘোড়া গ্রতীকের প্রার্থী হাবিবুর রহমান, মেম্বার প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা, মহিলা মেম্বার প্রার্থী পুজা সাহাসহ আরো অনেকে।
এসময় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।