আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেঘদাইর ও বাঁচাইয়াবাসীদের সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। শুক্রবার বিকেলে ইউনিয়নের মেঘদাইর মাদ্রাসা মাঠে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আবুল কাসেম পাটোয়ারীর সভাপতিত্বে ও ইব্রাহিম মজুমদারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মাওলানা এ.কে.এম রুহুল আমিন রুশদি, ইউপি সদস্য আব্দুল মান্নান মনু, লাকি বেগম, সমাজসেবক গোলামুর রহমান ও মাওলানা মো. জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট ইমরান হোসেন, মো. শাহজালাল পাটোয়ারী, রাজিব মজুমদার, জাহাঙ্গীর আলম ও রশির উল্যাহসহ আরো অনেকে।এসময় মেঘদাইর বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান, হাফেজ নুরুল ইসলাম ও রেদোয়ান মাসুদসহ ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সমর্থনে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।