আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউপির চেয়ারম্যান প্রার্থী ডা. মাসুদুর রহমান বাবুলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর মেঘদাইর মাষ্টার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ডা. মধু চন্দ্র দেবের সভাপ্রধানে ও যুবলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য গিয়াসউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ, সাবেক ইউপি সদস্য নাসিমা বেগম, আওয়ামীলীগ নেতা প্রাণকৃষ্ণ বিশ্বাস, সমাজসেবক ওসমান মুন্সী, গিয়াসউদ্দিন পাটোয়ারী ও কামাল হোসেন মোল্লা।
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আব্দুল গফুর প্রধানীয়া, তপন চন্দ্র দেব, আব্দুর রশিদ ও আব্দুল মান্নানসহ আরো অনেকে। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।