আগামি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। ইউনিয়নগুলোর অলি-গলি প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের চা-সিগারেট, পান খাওয়ার আপ্যায়নও চলছে।
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন পরিষদ, ২নং পাথৈর ইউনিয়ন পরিষদ, ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ, ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ, ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ, ৭নং কচুয়া দক্ষিন ইউনিয়ন পরিষদ, ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ, ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদ, ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ ও ১২নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের প্রার্থীসহ মোট ৬৭ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে ৯নং কড়ইয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম সওদাগর চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন।
মঙ্গলবার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রায় নাওয়া-খাওয়া ভুলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররাও কাউকে নিরাশ করছেন না, যে প্রার্থী আসছেন, তাকেই ভোট দেয়ার কথা বলছেন। প্রার্থী ছাড়াও তাদের স্ত্রী বা স্বামী ও পরিবারের লোকজনও নেমেছেন প্রচারণায়।
আগামি ৫ জানুয়ারি ১২ ইউনিয়নে কাদের মুখে শেষ হাসি হাসবে সেটা দেখার অপেক্ষায় কচুয়ার সমগ্র উপজেলার লোকজন। এদিকে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, আগামি ৫ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কোন সহিংসতা হতে দেয়া হবে না।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।