সাইফুল ইসলাম সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ায় একটি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হওয়া ইউপি সদস্য মো. আলাউদ্দিনের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে সেঙ্গুয়া বাজারে এলাকার শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মামুনুর রহমান ভূঁইয়া, গাজী জাহাঙ্গীর আলম, আব্দুল মবিন সরকার খোরশেদ আলম,ইউপি সদস্য হান্নান মিয়া,যুবলীগ নেতা মানিক প্রধান, আনিছুর রহমান স্বপন,সদস্য হারুনুর রশিদ,ইউপি সদস্য আলাউদ্দিনের বাবা মোখলেছুর রহমান,স্ত্রী সাহিদা বেগম ও কন্যা শাবনুর আক্তার সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেফতার হওয়া ইউপি সদস্য মো. আলাউদ্দিন ষড়যন্ত্রের শিকার। কিছু কুচক্রী মহল তাকে ষড়যন্ত্র ভাবে ফাঁসিয়ে অহেতুক হয়রানি করছেন। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান তারা।
আর/জে/অননিউজটুয়েন্টিফোর