সারাদেশের ন্যায় কচুয়ায় ২০২১ সনের এস.এস.সি, দাখিল ও এস এস সি ভোকেশনাল পরীক্ষায় ১১টি কেন্দ্রে মোট ৬ হাজার ৩শ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীদের সংস্যা।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ ১৬জন ছাত্র, ৬শ ৫৩ জন ছাত্রী, মোট ৯শ ৬৯ জন পরীক্ষার্থী। সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৬৫ জন ছাত্র , ৩শ ৩৪ জন ছাত্রী, মোট ৫শ ৯৯জন পরীক্ষার্থী। রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৫৫ জন ছাত্র, ৪শ ৮৪ জন ছাত্রী, মোট ৯শ ৩৯ জন পরীক্ষার্থী। পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৯৫ জন ছাত্র,৩শত ৪৪ জন ছাত্রী, মোট ৬শ ৩৯জন পরীক্ষার্থী । আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩শ ৯৫ জন ছাত্র, ৪শ ০২ জন ছাত্রী, মোট ৭শ ৯৭ জন পরীক্ষার্থী। আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৫৪ জন ছাত্র, ২শ ৬৬জন ছাত্রী, মোট ৪শ ২০ জন পরীক্ষার্থী ও মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৮৫ জন ছাত্র, ১শ ৮১ জন ছাত্রী, মোট ৩শ ৬৬ জন পরীক্ষার্থী।
এস.এস.সিতে ৭টি কেন্দ্রে ২ হাজার ৬৫জন ছাত্র,২ হাজার ৬শ ৬৪ জন ছাত্রী, সর্বমোট ৪ হাজার ৭শ ২৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদিকে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২শ ৩৯ জন ছাত্র, ৩শ ৮৩ জন ছাত্রী, মোট ৬শ ২২জন পরীক্ষার্থী। বিতারা আলিম মাদ্রাসায় কেন্দ্রে ১শ ৪৪ জন ছাত্র, ২শ ৩১ জন ছাত্রী, মোট ৩শ ৭৫জন পরীক্ষার্থী। মনোহরপুর ফাযিল মাদ্রাসায় কেন্দ্রে ১শ ৮৯জন ছাত্র, ১শ ৯৮ জন ছাত্রী, মোট ৩শ ৮৭ জন পরীক্ষার্থী।
দাখিলে ৩ কেন্দ্রে ৫শ ৭২জন ছাত্র, ৮শ ১২জন ছাত্রী, মোট ১ হাজার ৩শ ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ১৭জন ছাত্র, ৮৪ জন ছাত্রী, মোট ২শ ১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
কচুয়া উপজেলায় ১১টি কেন্দ্রে ২ হাজার ৭শ ৫৪ জন ছাত্র, ৩ হাজার ৫শ ৬০ জন ছাত্রী, সর্বমোট ৬ হাজার ৩ শ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।