চাঁদপুরের কচুয়ায় ২ কেজি গাঁজাসহ জামাল প্রধান ও শাহাদাত হোসেন নামের ২ মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার রাতে কচুয়া থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের হাটমোড়া এলাকায় সিএনজি তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃৃতরা হলেন, কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে জামাল প্রধান ও চাংপুর গ্রামের মৃত. শহিদউল্লাহর ছেলে শাহাদাত হোসেন।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।