চাঁদপুরের কচুয়ায় গ্রীষ্মকালেও থেমে নেই ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন কার্যক্রম। এতে করে চরম হুমকির মুখে পরেছে পাশ্ববর্তী জমিগুলো।
উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর তালুকদার বাড়ির উত্তর পাশে মাঠে সামাদ তালুকদারের জমি থেকে দিনে রাতে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করছে ড্রেজার মালিক মাঈনুদ্দিন।
গ্রীষ্মকালে চারদিকের মাঠ যখন চৌচির। তখনই দিনে রাতে এ জমি থেকে বালু উত্তোলন করে যাচ্ছে এই চক্রটি। একিদিকে বালু উত্তোলন করায় অন্যদিকে পানি না থাকায় পাশ্ববর্তী জমি গুলো ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, দিনে রাতে মাঈনুদ্দিন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এতে করে তৈরি হয় বিশাল আকাড়ে গর্ত। পরে আশেপাশের জমি ভাঙতে শুরু করে। এতে করে জমিগুলো চরম হুমকির মুখে রয়েছে।
এই ব্যাপারে এসিল্যান্ড ইবনে জায়েদ আল হোসেন বলেন, কচুয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স। এ অবৈধ ডেজারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।