চাঁদপুরের কচুয়ায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চিনা বাদাম প্রদর্শণীতে মাঠ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেঘদাইর বড় বাড়িতে তৈল জাতীয় ফসল উৎপাদন চিনা বাদাম- ৪ প্রদর্শণীতে এ মাঠ দিবস পালন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেনের সভাপ্রধানে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প মনিটরিং অফিসার জুলফিকার আলী। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পরিমল চন্দ্র সরকার, অমল চন্দ্র সরকার ও কৃষক মো. সফিউল্লাহ। এসময় ৫০ জনেরও অধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।