সবাই মিলে খেলা করি,মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয়। র্যাালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সনতেষ চন্দ্র সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান,কৃষি কর্মকতা সোফায়েল হোসেন,প্রকৌশলী আব্দুল আলিম লিটন,বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী সহ আরো অনেকে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মর্কর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।