সাইফুল ইসলাম সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কচুয়া প্রেসকাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। শনিবার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান।বক্তব্য রাখেন, কচুয়া প্রেসকাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।এসময় কচুয়া প্রেসকাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও সদস্য সাইফুল ইসলাম সুমনসহ কচুয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আর/জে/অননিউজটুয়েন্টিফোর