চাঁদপুরের কচুয়ায় দুই প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাচার সেন্ট্রাল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও সাচার ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় এই দুই হাসপাতালকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস ও পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।