মাহে রমজান উপলক্ষে কচুয়া বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিত্যপ্রয়োজনীয় খাবারের দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে না রাখাই শামীমা স্টোর, মিম স্টোর, মাহী স্টোরসহ ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, অভিযানকালে বাজার মালিক সমিতি, খুচরা এবং পাইকারী বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।