কচুয়ায় নৌকার মাঝি হলেন যারা

সাইফুল ইসলাম সুমন, কচুয়া।।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কচুয়া উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা। সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননত্রেী শেখ হাসিনা।

কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- ১নং সাচার ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, ২নং পাথৈর ইউপিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল পারভেজ মিয়াজী, ৩নং বিতারা ইউপিতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, ৪নং পালাখাল মডেল ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, ৫নং পশ্চিম সহদেবপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন,৬নং কচুয়া উত্তর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইন, ৭নং কচুয়া দক্ষিন ইউপিতে উপজেলা আওয়ামীলীগ নেতা আলী আজগর প্রধান, ৮নং কাদলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, ৯নং কড়ইয়া ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, ১০নং গোহট উত্তর ইউপিতে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন, ১১নং গোহট দক্ষিন ইউপিতে সাবেক চেয়ারম্যান আমির হোসেন, ১২নং আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক শামীম ওরফে কাজী এনামুল হক শামীম।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ