চাঁদপুরের কচুয়ায় আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদানে’র উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে রমজান শুক্রবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক সাবেক অধ্যক্ষ মাওলানা এ.কে.এম রুহুল আমিন রুশদি। বিশেষ অতিথির মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিডেট বরুড়া শাখার অফিসার মো. কেয়ায়েত উল্লাহ, মাওলানা মো. জসিম উদ্দিন হেলালীসহ আরো অনেকে।
এসময় শামসুল হক পাটোয়ারী, আব্দুল জলিল ফরাজী, ব্যবসায়ী নুরুল ইসলাম ফরাজী, বিল্লাল হোসেন পাটোয়ারী, কবির হোসেন পাটোয়ারী, মহরম আলী গাজী, আলী আর্শ্বাদ, আমির হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিক হোসাইন, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন, সদস্য নাসিম মো. আব্দুল্লাহ, মাসুদ রানা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দেশ জাতির মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।