চাঁদপুরের কচুয়ায় ৯৪ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মো. জুয়েল (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার চাঁদপুরের এসপি মিলন মাহমুদের নির্দেশনায় কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে এসআই রাজ্জাক আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাস তল্লাশি করে ৯৪ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত আসামী মো. জুয়েল উপজেলার ভ‚ঁইয়ারা গ্রামের আবুল কালামের ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খাজুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাস তল্লাশি করে ৯৪ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মো. জুয়েলকে আটক করে কচুয়া থানায় নিয়মিত মামলার রুজু করিয়া যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।