সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর মূরালে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তাবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,মাহবুব আলম, ওসি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com