আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে বার্ষিক মাহফিল বাস্তবায়ন করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর দহুলিয়া শাজুলি মঞ্জিলে এ সভা অনষ্ঠিত হয়।
দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলির সভাপতিত্বে ও পরিচালক পীরজাদা আতাউল্যাহ শাজুলির পরিচালনায় বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাফেজ সফিকুল ইসলাম ও হাফেজ আব্দুল্লাহ মাউসদ প্রমুখ।
এসময় শাজুলি তরীকার মুরীদিন, মুহিব্বিন ও দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ বার্ষিক মাহফিল সফল করার লক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।