চাঁদপুরের কচুয়ায় বাস চাপায় আওয়ামীলীগ নেতা মো. বিল্লাল হোসেন পাটোয়ারি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর পলিটেকনিক্যালের পশ্চিম পাশে, কচুয়া-হাজীগঞ্জ-কালিয়াপাড়া রোড সংলগ্ন ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
বিষয়টি নিহতের ভাগিনা সজিবুল ইসলাম ইমাম নিশ্চিত করেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার পনশাহী গ্রামের আব্দুর রহমান পাটোয়ারির মেজো ছেলে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা দিকে বিল্লাল হোসেন ব্যক্তিগত কাজ শেষে চাঁদপুর পলিটেকনিক্যালের পশ্চিম পাশে, কচুয়া-হাজীগঞ্জ-কালিয়াপাড়া রোড সংলগ্ন ব্রীজে রহিমানগরের উদ্দেশ্যে সুরমা সুপার বাসে উঠার সময় সে পা পিছলে পড়ে বাসের চাকার চাপা খায়, এতে তার কোমর ও হাত থেতলে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পতিমধ্যে সে মারা যায়।
এদিকে বিল্লাল হোসেন আশ্রাফপুর ইউনিয়নের ৭ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও রহিমানগর বাজারের একজন ব্যবসায়ী। বিল্লাল হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
আয়েশা আক্তার/অননিউজ24