‘নারী নির্যাতন বন্ধ করি,কমলা রংঙের বিশ্ব গড়ি’ এ স্লোগানে কচুয়ায় যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সহকারি কমিশনার (ভ‚মি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকার, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, কচুয়া ফায়ার স্টেশন মাষ্টার মাহাতাব মন্ডল, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।