চাঁদপুরের কচুয়ায় ভেজাল বালাইনাশক প্রতিরোধে "জিরো টলারেন্স'' নীতি গ্রহণে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪০ জন কৃষি উপকরণ ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপ্রধানে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মানিক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, বিসিআইসি ডিলার সমিতির সভাপতি সনজিত রঞ্জন সরকার প্রমুখ।
এদিকে কচুয়া উপজেলার ৪০ জন শীর্ষ স্থানীয় কৃষি উপকরণ ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ভেজাল সার এবং বালাইনাশক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ব্যক্ত করা হয়। কেউ যদি এ ধরনের ব্যবসায় জড়িত হয় তার বিরুদ্ধে লাইসেন্স বাতিল এবং কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন বক্তরা।