৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চাঁদপুরের কচুয়ার সাচার ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের চুরিকাঘাতে গুরুতর আহত শরীফুল ইসলাম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার বিকাল ৩টায় শরীফুল ইসলাম গুরুতর আহত হলে তাকে ঢাকার ধানমন্ডি ইসলামিয়া হাসপাতালে নেয়া হলে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের চাচা রাসেল ও আবুল হোসেন জানান, বুধবার ৩টার দিকে মেম্বার প্রার্থী আব্দুর রবের সমর্থনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তাঁর পুত্র মামুনের নেতৃত্বে বেশকিছু যুবক। অপর মেম্বার প্রার্থী জাকির হোসেনের (বিজয়ী) পক্ষে ভোট কেন্দ্র দখল করার চেষ্টাকারীদেরকে বাঁধা দিলে হাতিরবন্দ গ্রামের শহিদ উল্লার ছেলে শরীফুল ইসলামকে প্রতিপক্ষরা তার পেটে ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই শরীফুল ইসলামকে মূমুর্ষ অবস্থায় ধানমন্ডি ইসলামীয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিহত শরিফের লাশ তার নিজ গ্রামে নিয়ে আসলে নিকট আত্মীয় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।
এদিকে শরীফুল ইসলামের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছার পরপরই শত শত নারী-পুরুষ শরীফুল ইসলামের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ ঘটনায় ভোট কেন্দ্র দখল করার চেষ্টা নেয়ার অভিযোগে নয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।