চাঁদপুরের কচুয়া উপজেলার মাদ্রাসা-ই শাজুলিয়ায় পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার দহুলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, শাজুলিয়া একাডেমী বাংলাদেশ শাজুলিয়া দরবার শরীফ শাখার পরিচালক পীরজাদা শাহ মুহাম্মদ আতাউল্লাহ শাজুলি।
এসময় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাদ্রাসা-ই শাজুলিয়ায় নূরানী, নাজেরা ও হেফজ বিভাগে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে বেশ সুনামের সহিত দীর্ঘ কয়েকবছর ধরে কৃতিত্বের সাথে ফলাফল বয়ে আনছে। মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য অর্জনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।