কচুয়ায় ব্যবসায়ী আবুল বাসার হত্যা মামলার ২নং আসামী আব্দুল কাদের (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কড়ইয়া বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। সে কড়ইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের ব্যবসায়ী আবুল বাসার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে কচুয়া বাজারের ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজের পরদিন রবিবার কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।