চাঁদপুরের কচুয়ায় শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শহীদ মহিব উল্লাহ বীর বিক্রম স্মৃতি পাঠাগারের উদ্যোগে শনিবার সকালে পশ্চিম সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।
কচুয়া ডায়াবেটিক এন্ড কার্ডিয়াক সেন্টারের সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনে ডা. জাহিদুল হক সোহাগ ও ডা. ওয়াহিদা সুলতানা অনন্যা ডায়াবেটিস, হার্টের রোগী, বাথ ব্যাথা, গাইনী ও মেডিসিনসহ বিভিন্ন রোগীদের পরামর্শ প্রদান করেন ও গরীব অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, শহীদ মহিব উল্লাহ বীর বিক্রম স্মৃতি পাঠাগারের মো. মাসুদুল হাসান, পশ্চিম সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তার/অননিউজ24