চাঁদপুরের কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপ্রধানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহাবুল উল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।