বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় ২০২১-২০২২ অর্থবছরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে ৪০টি ছাগল বিতরণ ও মৎস্যজাত পরিবহনের জন্য সমবায় সমিতি লিমিেিটডের সদস্যদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ এলাকায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনও মো. মোতাছেম বিল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।