চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজা ও ২৮ বোতল ফেনসিডিলসহ পারুল নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মান্দারী গ্রামের হানিফ মিয়ার স্ত্রী।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার সকালে কুমিল্লা-চাঁদপুর সড়কের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রিলাক্স পরিবহন বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাঁজা ও ২৮ বোতলসহ পারুলকে আটক করে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গ্রেফতারকৃত পারুল বেগম জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24