চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে ৬০০ জন রোজাদারদের ইফতার করানো হয়েছে। ২৭ শে রমজান শুক্রবার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন সুমনের আয়োজনে তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।