শুক্রবার র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় নেতৃত্বে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ঝাউতলায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মোঃ জিয়া উদ্দিন (৪২) এর বসতবাড়ীর টিনশেড হাফওয়াল ঘরের পূর্ব পাশের মাঝের রুমের ভিতরে অভিযান পরিচালনা করে মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ মিনহাজ উদ্দিন, সাং- গোপালপুর, থানা-বেলকুচি,জেলা-সিরাজগঞ্জ, মোঃ আলী মন্ডল @ ছবেদ আলী (৫২), পিতা- মৃত আহম্মেদ আলী, সাং দেবীনগর , থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এবং মোঃ জিয়া আহম্মেদ (৪৩), পিতা- মৃত আফাজউদ্দিন, সাং-ঝাউতলা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া অবৈধ কথিত অলৌকিক ক্ষমতাসম্পন্ন প্রত্নতাত্তিক লোটা-০১ টি, মোবাইল ফোন-০৪ টি, সীম কার্ড-০৭ টি, নগদ ৭৫০/- টাকাসহ উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় এজাহার দায়ের করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।