কথিত সাংবাদিক মোমেন কর্তৃক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল চিকিৎসক মোর্শেদ কে মারধরের অভিযোগ।

আহসানুজ্জামান সোহেল (বুড়িচং) কুমিল্লা।।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কথিত সাংবাদিক মোমেন কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল চিকিৎসক কে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ১লা জানুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসকের নিজ চেম্বারে এই ঘটনা ঘটে।

খবর নিয়ে জানা যায় বুধবার সকালে ডাক্তার মোর্শেদ তার নির্ধারিত দায়িত্ব পালনের জন্য হাসপাতালের নিজস্ব কক্ষে অবস্থান করছিলেন এসময় সাংবাদিক মোমেন তাহার চেম্বারে প্রবেশে দেরী হয়েছে মর্মে তাহার উপর অতর্কিত হামলা করে চর থাপ্পর মারতে থাকে।

ঘটনার বিষয় সম্পর্কে জানতে ডাক্তার মোর্শেদ কে জিজ্ঞাসা করলে তিনি এই ঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি। বিষয়টিকে নিয়ে বুড়িচং উপজেলায় সাধারন মানুষের মাঝে নেতিবাচক মন্তব্যের সৃষ্টি হয়েছে, ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমেও এর নেগেটিভ মন্তব্য লক্ষ করা গেছে। এ বিষয়ে জানতে মোমেন কে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলার বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা জানান, মোমেন প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুড়ে বেড়ান, উপজেলার একাধিক কর্মকর্তার সাথে তিনি বার বার খারাপ আচরন করে তাদের কাছ থেকে আর্থিক ও অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চালিয়েছেন, যাদের সাথে আর্থিক যোগাযোগ স্থাপিত হয়নি শুধুমাত্র তারাই মোমেনের খারাপ আচরনের মুখোমুখি হয়েছেন একাধিক বার। পাশাপাশি নেতিবাচক সংবাদ প্রাকাশে হেনস্থা করার সাথে সাথে উপজেলা থেকে বের করে দেয়ার হুমিকি ধামকি তো আছেই। এরই ধারাবাহিকতায় ডাক্তার এর সাথে মোমেনের এই নোংরা আচরন যা এখানেই প্রথম নয় এমন অনেক ঘটনার মুখোমুখি অনেকেই হয়েছেন মান সম্মানের ভয়ে যা কেউ প্রকাশ করেনি ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর হোসেন মিঠু জানান, আমার স্টাফের সাথে কেউ খারাপ ব্যবহার করবে সেটা আমি কখনোই চাইবো না, আমি চাইনা এখানে কোন অনাকাঙ্খিত পরিবেশ তৈরী হউক, সাংবাদিক মোমেন অতিরঞ্জিত করে ফেলেছে এ বিষয়ে আমরা তাকে ছাড় দেইনি তার পরেও আমি বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়েছি, বর্তমানে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়েছে।

আই/অননিউজ২৪।

আরো দেখুনঃ