কপালে একটি চোখ দুটি মনি নিয়ে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী বালা পাড়ায় স্বাস্থ্য সেবিকা আরতী রানী রায়ের বাড়িতে জন্ম নেয় বিরল ছাগল ছানা। এই ছাগল ছানার জন্ম হয়েছে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলছানার ছবি ভাইরাল হলে শত শত উৎসুক মানুষ ভিড় করছে আরতি রানীর বাড়িতে ।
আরতী রানী জানায়, ছাগলটির প্রথম দুটি বাচ্চা জন্ম গ্রহণ করে আজ সকালে তবে একটি বাচ্চা দেখতে স্বাভাবিক হলেও অন্য বাচ্চাটি দেখতে অন্যরকম। আমি বাচ্চাটিকে নিয়ে একটু চিন্তিত কারন বাচ্চাটি বেঁচে থাকবে কি না।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার জানান বিষয়টি আমি শুনেছি তবে বাচ্চাটিকে দেখতে যাব এখন।