কবি জসিমউদ্দীন পুরস্কার’ ২০২২ পেলেন সাংবাদিক কবি এম.এ.মান্নান মান্না। কবি মঈউদ্দীন পদকপ্রাপ্ত কবি লেখক এম.এ.মান্নান মান্নাকে কবিতার জন্য তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কার প্রবর্তন করেছে লেখক উন্নয়ন বাংলাদেশ।
গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ শিশুকল্যান পরিষদে তার হাতে এ পুরস্কার তুলে দেন লেখক উন্নয়নের কর্ণধার চেয়ারম্যান লায়ন আবদুল গনী বাবুল, কবি তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।