সহসা কমছে না তাপ প্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে ১০ জুন পর্যন্ত। এদিকে দাবদাহের পাশাপাশি লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বছরের এই সময়টায় সাধারণত বৃষ্টি হয়, আবহাওয়া থাকে চমৎকার। কিন্তু গেল কয়েকদিন ধরেই তীব্র হচ্ছে তাপ প্রবাহ। গরমে অতিষ্ট সাধারণ মানুষ।
এক রিক্সাচালক জানান, একটা-দুটা ট্রিপ মারার পর বসে থাকা ছাড়া উপায় থাকে না। একটু স্বস্তি পেতে ঠাণ্ডা শরবত বা আখের রস খাচ্ছেন অনেকেই। তাতে ফলে বেড়েছে বেচাকেনা।
বিক্রেতারা জানান, আগের চেয়ে ভালো বেচাকেনা হচ্ছে। মানুষ খাচ্ছে প্রচুর।
আবহাওয়া অফিস বলছে, সোমবার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে তারা।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, “বঙ্গোপসাগারে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে সেই সাথে আরব সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আশা করছি, ১০ তারিখের পর থেকে সারাদেশে স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে।”
বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com