প্রায় ১ ঘণ্টা ১৩ মিনিটে কমলাপুর থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন গেল ফরিদপুরের ভাঙ্গায়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পদ্মা সেতু রেল সংযোগের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসার কথা থাকলেও প্রায় ১ ঘণ্টা দেরিতে ১০টা ৭ মিনিটে ছাড়ে। পরে বেলা ১১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন অতিক্রম করে ওই ট্রেনটি।
জানা গেছে, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটের দিকে পরীক্ষামূলক ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। পরে বেলা ১১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন অতিক্রম করে।
এফআর/অননিউজ