দুর্নীতি,জঙ্গী ও সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণার ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
সোমবার দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ১২ দাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মোহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী, শফিকুল ইসলাম শফি হাজী, আবু হাসান আবু ও জগলুর হায়দারসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু আরো বলেন, করোনা কাবু করতে টিকা, দুর্নীতি দমন করতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।