মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরবর্তী মা সমাবেশ কার্যক্রম শুরু করা হয়েছে। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়। দীর্ঘদিন পর পুনরায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং পড়াশোনার প্রতি আগ্রহের ঘাটতি ছিল চোখে পড়ার মত।
অনেকেই করোনাকালীন দীর্ঘ ছুটিকে এর জন্য দায়ী বলে মনে করেন। উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে, যা বাস্তবায়নে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার সক্রিয়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে বিদ্যালয় এবং অভিভাবকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টিতে মা'দের সচেতনবৃদ্ধি সহ নিবিড় পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই লক্ষ্যে মধ্যম বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক মা'য়ের উপস্থিতিতে দীর্ঘ দুই বছর পর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভাশিস ঘোষ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসিমা আক্তার পুতুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব জান্নাতুল খুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।