স্বাধীনতা কাপে বাফুফে এলিট ফুটবল একাডেমীর বিপক্ষে দারুন জয় পেয়েছে শেখ জামাল। বুধবার (১৬ নভেম্বর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে কর্নিলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পায় শেখ জামাল।
প্রথমার্ধে ম্যাচের ২১ মিনিটের সময় প্রথম গোল করেন কর্নিলিয়াস স্টুয়ার্ট। পরে ২৮ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলেই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল দুই দলই। তবে সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না কোন দল। এরই মাঝে ম্যাচের ৬৭ তম মিনিটে গোল করেন কার্নিয়াস স্টুয়ার্ট। দ্বিতীয়ার্ধে বাফুফে এলিট কয়েকটি সুযোগ হাতে পয়েও গোল করতে পারেননি। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।