কলকাতার টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও কীভাবে ওই আগুন লাগল, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত তৎপরতার সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় রিজেন্ট পার্ক থানা এবং ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এসে কাজ শুরু করায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে।
তবে অগ্নি সংযোগের এই ঘটনায় স্টুডিওর একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। ওই স্টুডিওতে একাধিক টিভি সিরিয়ালের শুটিং হতো বলে জানা গেছে। ফলে দাহ্য পদার্থ দিয়ে শুটিংয়ের সেট তৈরি করার কারণে ভেতরে থাকা আসবাবপত্রসহ একাধিক জিনিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। যদিও তাদের অবস্থা গুরুতর নয়।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com