বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবির) অভিযানে ১২,২৬,৬০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া প্রেস বিজ্ঞাপ্তিতে জানিয়েছেন।
শনিবার (৯ অক্টোবর) সাড়ে ৫টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া বিওপির নায়েব সুবেদার নূর মোহাম্মদ বাদশার নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল গোবিন্দপুর, কুলাউড়া সীমান্ত ব্রীজ নামক স্থান থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল হতে জয়া শাড়ী-৫৪ পিস, জেকস শাড়ী-১৮পিস, রেড কুইন শাড়ী-১২ পিস, গংগা/প্রিন্স-২২ পিস, ভিবার সিল্ক শাড়ী-১০০ পিস, লতিকা শাড়ী-২১ পিস, পিয়াংকা শাড়ী-৩১ পিস এবং সিল্ক কাতান শাড়ী-১৬ পিস জব্দ করে। যার সিজার মূল্য ১২,২৬,৬০০ টাকা। আটকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে, চোরাচালানে জড়িত কাউকে আউট করতে পারেনি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।