কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কাদার নিচে বাস চাপা পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে এ খবর পাওয়া গেছে।
রোববার (৪ ডিসেম্বর) ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রিসারালডা প্রদেশের পুয়েলবো রিকোয় এ ঘটনা ঘটে। সে সময় কাদাপানির নিচে চাপা পড়ে একটি বাস।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোমবার (৫ ডিসেম্বর) এক টুইটার বার্তায় বলেন, ভূমিধসের ঘটনাটি ছিল মর্মান্তিক। ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ নয়জনকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে তিনটি শিশুও রয়েছে।’
ভূমিধসের ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, আরও বড় ধরণের ক্ষতি হতে পারত কিন্তু বাস চালকের বুদ্ধিমত্তায় ক্ষতি কমই হয়েছে।
সূত্র: আল জাজিরা