কলোরাডোয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প: আদালত

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সংবিধানের ১৪তম সংশোধনীর ৩ ধারা প্রয়োগ করে এমন রায় দিয়েছে আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্টের ৭ বিচারকের বেঞ্চ ৪-৩ ভোটে এই রায় দেন।

এতে বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় ট্রাম্পের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আদালত।

এই রায়কে “সম্পূর্ণ ত্রুটিপূর্ণ” বলে অভিহিত করেছেন ট্রাম্পের প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং। তিনি বিচারকদের নিন্দা করেছেন।

চেউং বলেছেন, ‘ডেমোক্র্যাট পার্টির নেতারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। তারা ব্যর্থ বাইডেন প্রেসিডেন্সিতে বিশ্বাস হারিয়েছে এবং এখন আমেরিকান ভোটারদের আগামী নভেম্বরে তাদের অফিস থেকে ছুঁড়ে ফেলা থেকে বিরত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

এদিকে বাইডেনের প্রচারের প্রতিনিধিরা কলোরাডোর রায় সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে প্রচারণার সাথে যুক্ত একজন সিনিয়র ডেমোক্র্যাট সিবিএস নিউজকে বলেছেন, এই সিদ্ধান্তটি ইউএস ক্যাপিটল দাঙ্গা একটি বিদ্রোহের চেষ্টা ছিল, যা ডেমোক্র্যাটদের তাদের যুক্তি সমর্থন করতে সাহায্য করবে।

রায় অনুযায়ী, আগামী ৫ মার্চ কলোরাডো অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশ নিতে পারবেন না ট্রাম্প। রায় কার্যকর হবে ৪ জানুয়ারির পর। এ সময়ের মধ্যে আপিলের সুযোগ পাবেন ট্রাম্প।

এর আগেও ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে আবেদন করা হলেও তা ব্যর্থ হয়।

সূত্র : একুশে টেলিভিশন

এফআর/অননিউজ

আরো দেখুনঃ