কসবায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের জন্য সরকারি ভূমি উদ্ধার

রাসেল আহমেদ ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের জন্য অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি ৩০ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে দখলবাজদের কবজায় থাকা ৩০ শতক সরকারি খাস জায়গা উদ্ধার করেন। এ সময় খাস জায়গায় থাকা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালতকারী পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কামালপুর মৌজার ১৮৭৫ দাগে ৩০ শতক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ওই জায়গায় স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিল স্থানীয় একটি মহল।

রোববার দুপুরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জায়গা উদ্ধার করা হয় ও দখলবাজদের কাছ থেকে সরকারি জায়গা আর কখনো দখল করবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করা হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে কায়েমপুর ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তারা ও কসবা থানার পুলিশ উপস্থিত ছিলেন।

সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ