ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন সিকদারকে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন নিজাম মীরবহরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও সিনিয়র সহসভাপতি মো. জালালুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো, মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সিকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম মিরন সিকদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান ও মো. মাহবুবুল হক নান্নু। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জালালুর রহমান আকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলিম মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন মীরবহর, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু ও কাঁঠালিয়া উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদিন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম, চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুদ্দুস জমাদ্দার, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল গফুর মাওলানা, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রকিবুল ইসলাম তুষার প্রমুখ।