কাউন্সিলর সোহেলর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনওয়ারুল আজিম জানান, ময়নাতদন্ত শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে কাউন্সিলর সোহেলর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে তার পরিবার থেকে জানানো হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আয়েশা আক্তার/অননিউজ24