নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের স্টার মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ থেকে ১৪টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজ সংলগ্ন কিউট পল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টার কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে মজুদকৃত মেয়াদোত্তীর্ণ ১৪ টনখেজুর জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২৩ লাখ টাকা বলে জানা যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, বিপুল পরিমাণ এ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এটি জব্দ করেছি। অভিযান এখনো চলছে এখানকার মালিক আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com