কাজীর হাট ফ্রেন্ডশিপ স্পোর্টস ক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ হোসেন খোকনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার।
গাদানা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বগাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মীর্জা তানিম। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আজাদ ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারুফ খান, ফ্রেন্ডশিপ স্পোর্টস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম রবিন, ফরহাদ, জামশেদ আলম, খোকন, জসিম উদ্দিন, বাহার উদ্দিন, আমজাদ হোসেন, সুমন, মহি উদ্দিন, সানোয়ার হোসেন, দিদার হোসেন, এয়াকুব ও আনোয়ার হোসেন ছোটন প্রমূখ।