ঝালকাঠির কাঠালিয়ায় অটো চালক নাসির উদ্দিনকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) শাকির হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে ।
৩ মার্চ বুধবার রাত ১টায় উপজেলার বটতলা বাজার থেকে আসামীকে গ্রেফতার করে। পরে শাকিরের তথ্যের ভিত্তিতে পিরোজপুরের ভান্ডারিয়ার চড়াইল এলাকার সর্দার বাড়ির সামনে থেকে ইজিবাইক ও বরগুনার বামনা জয়নগর গ্রামের একটি পুকুর থেকে নাসিরের মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল হোসেন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে। উদ্ধারকৃত মোবাইল কাঠালিয়া থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।