ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার ও ওসি তদন্ত মো. শাহিন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়াম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার ও মাহমুদ হোসেন রিপন প্রমূখ।
সভায় বর্তমানে সরকারের স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য সকলকে আহ্বান জানানো হয ।এছাডা বাল্যবিবাহ, সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং, বিভিন্ন বিষযে আলোচনা করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।